আই.টি বিষয়ক প্রশ্ন ও উত্তর


১। কম্পিউটার কি? 
উত্তরঃ কম্পিউটার হচ্ছে একটি ইলেকট্রনিক্স গননাকারী যন্ত্র। 
( কম্পিউটার (Computer) হলো এমন একটি যন্ত্র যা সুনির্দিষ্ট নির্দেশ অনুসরণ করে গাণিতিক গণনা সংক্রান্ত কাজ খুব দ্রুত করতে পারে। কম্পিউটার (computer) শব্দটি গ্রিক “কম্পিউট” (compute) শব্দ থেকে এসেছে। Compute শব্দের অর্থ হিসাব বা গণনা করা। আর কম্পিউটার (computer) শব্দের অর্থ গণনাকারী যন্ত্র। কিন্তু এখন আর কম্পিউটারকে শুধু গণনাকারী যন্ত্র বলা যায় না। কম্পিউটার এমন এক যন্ত্র যা তথ্য গ্রহণ করে এবং বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে তা বিশ্লেষণ ও উপস্থাপন করে। সভ্যতার বিকাশ এবং বর্তমানে তার দ্রুত অগ্রগতির মূলে রয়েছে গণিত ও কম্পিউটারের প্রবল প্রভাব। )

২। কম্পিউটারের জনক কে? 

উত্তরঃ চালর্স ব্যাবেজ।

(কম্পিউটার তৈরির প্রথম ধারণা দেন বিজ্ঞানী চার্লস ব্যাবেজ। ১৮৩৩ সালে সর্বপ্রথম এ্যানালটিক্যাল ইঞ্জিন (Analytical Engine) নামে একটি যান্ত্রিক Computer তৈরীর পরিকল্পনা গ্রহণ করেন এবং ইঞ্জিনের নকশা তৈরী করেন। পরবর্তীকালে তাঁর তৈরি নকশা ও কম্পিউটারের ওপর ভিত্তি করেই আজকের আধুনিক কম্পিউটার তৈরি করা হয়। তার এই এ্যানালটিক্যাল ইঞ্জিনের পরিকল্পনায় আধুনিক কম্পিউটারের ধারণা ছিল বলেই চার্লস ব্যাবেজকে কম্পিউটারের জনক বলা হয়।অন্যদিকে, জন ভন নিউম্যানকে আধুনিক কম্পিউটারের জনক বলা হয়। তিনি একজন হাঙ্গেরীয় বংশোদ্ভুত মার্কিন গণিতবিদ। নিউম্যান কোয়ান্টাম বলবিদ্যায় অপারেটর তত্ত্ব ব্যবহারের অগ্রদূত। তিনি সেটতত্ত্ব, জ্যামিতি, প্রবাহী গতিবিদ্যা, অর্থনীতি, যোগাশ্রয়ী প্রোগ্রামিং, কম্পিউটার বিজ্ঞান, পরিসংখ্যান সহ আরো অনেক ক্ষেত্রে অবদান রেখেছেন।)

৩। পৃথিবীর প্রথম কম্পিউটারের নাম কি?

উত্তরঃ ENIAC (Electronic Numerical Integrator and Computer) 

পৃথিবীর প্রথম কম্পিউটারের নাম হচ্ছে ENIAC (Electronic Numerical Integrator and Computer) এটিই প্রথম প্রোগ্রাম নিয়ে কাজ করার ডিজিটাল কম্পিউটার। এর পর থেকেই মূলত কম্পিউটার প্রজন্ম শুরু হয়।দ্বিতীয় মহাযুদ্ধের সময় যুক্তরাষ্ট্র সেনাবাহিনী একটি পুরোপুরি ইলেক্ট্রনিক কম্পিউটার নির্মানের পরিকল্পনা নিলে আধুনিক কম্পিউটারের জনক ভন নিউম্যান, প্রেসপার একর্টি জুনিয়র, এবং হারম্যান গোল্ডস্টেইনের মতো কম্পিউটার মহারথী মুর স্কুল অব ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এবং পেনসিলভানিয়া ইউনিভার্সিটিতে যোগ দেন। পঞ্চাশ ফুট বাই ত্রিশ ফুটের ভূ-গর্ভস্থ কক্ষে চল্লিশ জন বিজ্ঞানী তিন দেয়াল জুড়ে থাকা এই কম্পিউটার চালাতেন।

৪। কম্পিউটার কিভাবে কাজ করে?

উত্তরঃ কম্পিউটার  সাধারণত দুইটি মাধ্যমের সমন্বয়ে কাজ সম্পাদন করে থাকে। নিচে উদাহরণ সহকারে আলোচনা করা হলো।

(কম্পিউটারের বাহ্যিক আকৃতিসম্পন্ন সকল যন্ত্র, যন্ত্রাংশ ও ডিভাইস সমূহকে হার্ডওয়্যার বলে। কম্পিউটারের হার্ডওয়্যারকে আবার তিনভাগে ভাগ করা যায়। ক) ইনপুট যন্ত্রপাতি: কী-বোর্ড, মাউস, ডিস্ক, স্ক্যানার, কার্ড রিডার, ডিজিটাল ক্যামেরা ইত্যাদি। খ) সিস্টেম ইউনিট: হার্ড ডিস্ক, মাদারবোর্ড, এজিপি কার্ড, র‍্যাম ইত্যাদি। ঘ) আউটপুট যন্ত্রপাতি: মনিটর, প্রিন্টার, ডিস্ক, স্পিকার, প্রোজেক্টর, হেড ফোন ইত্যাদি।দ্বিতীয়তঃ সফটওয়্যারঃ সমস্যা সমাধান বা কার্য সম্পাদনের উদ্দেশ্যে কম্পিউটারের ভাষায় ধারাবাহিকভাবে সাজানো নির্দেশমালাকে প্রোগ্রাম বলে। প্রোগ্রাম বা প্রোগ্রাম সমষ্টি যা কম্পিউটারের হার্ডওয়্যার ও ব্যবহারকারীর মধ্যে সম্পর্ক সৃষ্টির মাধ্যমে হার্ডওয়্যারকে কার্যক্ষম করে তাকেই সফটওয়্যার বলে। কম্পিউটারের সফট্ওয়্যারকে প্রধানত দুই ভাগে ভাগ করা যায়। ক) সিস্টেম সফটওয়্যার: সিস্টেম সফট্‌ওয়্যার কম্পিউটারের বিভিন্ন ইউনিটের মধ্যে কাজের সমন্বয় রক্ষা করে ব্যবহারিক প্রোগ্রাম নির্বাহের জন্য কম্পিউটারের সামর্থ্যকে সার্থকভাবে নিয়োজিত রাখে। খ)এপ্লিকেশন সফটওয়্যার: ব্যবহারিক সমস্যা সমাধান বা ডেটা প্রক্রিয়াকরণের জন্য ব্যবহৃত প্রোগ্রামকে অ্যাপ্লিকেশন সফটওয়্যার বলে। ব্যবহারিক সমস্যা সমাধানের জন্য অনেক রকম তৈরি প্রোগ্রাম বাণিজ্যিক পণ্য হিসেবে পাওয়া যায়, যাকে সাধারণত প্যাকেজ প্রোগ্রামও বলা হয়। সুতরাং একটি কম্পিউটার হল  হার্ডওয়ার ও সফটওয়ার এর যৌথ সমন্বয়। )

৫। কম্পিউটার হার্ডওয়ার কাকে বলে? কতপ্রকার ও কিকি? উদাহরন সহ বুঝিয়ে লেখ। 

উত্তরঃ একটি কম্পিউটার ব্যবস্থার বিভিন্ন অংশ বা যন্ত্রাংশকে হার্ডওয়্যার বলে। যেমন, সিস্টেম ইউনিট বা পরিচালনা শাখা (যা কম্পিউটারের ভিতর থাকে), মনিটর, যাতে থাকে কম্পিউটারের পর্দা, কি বোর্ড, মাউস, প্রিন্টার, স্ক্যানার, স্পিকার এবং জয় স্টিক। 
**** অন্যভাবে বলা যায়, The mechanical and electronic components of a computer system are called hardware. 
*** কম্পিউটারের যে সমস্ত অংশগুলি আমরা শুনতে এবং হাতের স্পর্শ করতে পারি তাকে কম্পিউটার হার্ডওয়ার বলে। কম্পিউটারের মাউসকিবোর্ড, প্রিন্টার, সিপিইউ এবং বিভিন্ন ধরনের Part এই সমস্ত কিছুই কম্পিউটার হার্ডওয়ার এর উদাহরণ।
******* সুতরাং কম্পিউটারে যে সমস্ত ফিজিকাল অংশগুলি আমরা চোখে দেখতে পাই এবং স্পর্শ করতে পারি সেগুলি হার্ডওয়ার। এই সমস্ত হার্ডওয়ার এর সাহায্যে কম্পিউটার বিভিন্ন কাজ করতে পারে। 
হার্ডওয়ার এর শ্রেণীবিভাগ - কম্পিউটারের যে সকল হার্ডওয়ার গুলিকে নিয়ে কাজ করা হয়, সেই সকল হার্ডওয়ার এর অবস্থান অনুযায়ী কম্পিউটার হার্ডওয়ার কে দুই ভাগে ভাগ করা যায়। এটি হলো Internal এবং অপরটি External। ইন্টার্নাল হল কম্পিউটারের ভেতরে যা থাকে এবং এক্সটারনাল হল কম্পিউটারের বাইরে যা থাকে। Internal hardware এর উদাহরণ - Central Processing Unit (CPU), Motherboard, RAM(Random Access Memory), ROM (Read Only Memory), Hard Drive, PSU (Power Supply Unit), NIC (Network Card), Heat Sink (Fan), Graphics Card, কিছু External hardware এর উদাহরণ - এটার কম্পিউটারের বাইরের অংশ যেগুলো ইউজার খুবই সাধারণ ভাবে কাজে লাগাতে পারে। External hardware মধ্যে ইনপুট এবং আউটপুট ডিভাইস গুলো অন্তর্গত।Monitor, Mouse, Keyboard, Printer, Speaker, USB, Etc.

৬। কম্পিউটার সফটওয়্যার কাকে বলে?

উত্তরঃ -----


Welcome to Arman Computer's Technology Helpdesk, Please Contact Us (Saturday to Thursday at 9:00am to 9:00pm) :01795829381 (Saturday to Thursday at 9:00am to 9:00pm) :01795829381 **** আইটি বিষয়ক কোন প্রশ্ন থাকলে আমাদের হোয়াটসআপ, ফেজবুক ও আমাদের Blogger পেইজে জানাতে পারেন, আমরা আপনার প্রশ্নের উত্তর দিতে চেষ্টা করব। ধন্যবাদ ।।

মন্তব্যসমূহ